ভান্ডারিয়া ( পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ভারিয়া উপজেলাধীন ৫ং ধাওয়া ইউনিয়নের বাদল মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক প্রাথমিক শিক্ষা সমাপনী ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কে এম মাহবুবুর রহমান।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোসাঃ তামান্না সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক এম এ বারী হাওলাদার, তেলিখালী স্কুল এন্ড কলেজ এর অবসর প্রাপ্ত অধ্যক্ষ কাজী শহিদুল ইসলাম ,ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান খান, ধাওয়া ইউপি সদস্য মোঃ মাহামুদুল ইসলাম , সদস্য মামুনুর রশিদ,আয়শা সিদ্দিকা নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধাওয়া ৬৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক গাজী আনোয়ার হোসেন, ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কে এম জামাল হায়দার ও মাকসুদুর রহমান প্রমুখ।
এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরদার বেলায়েত হোসেন।