মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভাণ্ডারিয়ায় চাকুরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ: টাকা ফেরত পেতে ভুক্তভোগিদের মানববন্ধন কাউখালীতে ইউনিয়ন-বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে: সংবাদ সম্মেলনে “ভোটার অস্বচ্ছের অভিযোগ” ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা; স্ত্রী গুরুতর জখম পিরোজপুরে বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ নিহত ১ : আহত ২৯ পিরোজপুর জেলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয় নেছারাবাদে সমিতির সাথে সম্পৃক্ততা নেই, হয়রানির শিকার শিক্ষক দম্পতি কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় কলেমা চত্বরের সৌন্দর্য বর্ধণের কাজ শুরু পিরোজপুরে জার্নালিজম ফর সুন্দরবন -এর সভা অনুষ্ঠিত ইন্দুরকানীতে কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ ভাণ্ডারিয়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ভান্ডারিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত ইন্দুরকানীতে “ডাক দিয়ে যাই”র উদ্যোগে ও পিকেএসএফ’র সহোযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় গভীর রাতে আবু সালেহ হত্যা মামলার প্রধান আসামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা ॥ ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ভাণ্ডারিয়ায় জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির ভান্ডারিয়ায় জামরুল গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভান্ডারিয়ায় অতিরিক্ত টোল আদায়
নেছারাবাদে অর্থের বি‌নিময়ে নিরাপত্তাকর্মী নিয়োগের অ‌ভিযোগ

নেছারাবাদে অর্থের বি‌নিময়ে নিরাপত্তাকর্মী নিয়োগের অ‌ভিযোগ

পিরোজপুর প্রতিনিধি: পি‌রোজপু‌রের নেছারাবাদ মোটা অ‌ঙ্কের অ‌র্থের বি‌নিময়ে ‌নিরাপত্তাকর্মী নি‌য়ো‌গের অভি‌যোগ উ‌ঠে‌ছে। উপজেলার সারেংকাঠি ইউনিয়নে পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষায় মেধাবীদের পরীক্ষার খাতা মূল্যায়ণ না করে অর্থের বিনিময়ে কাওসার আকন নামে এক আওয়ামীলীগ নেতার ছেলেকে নিয়োগ দেয়া হয়েছে। গুঞ্জন রয়েছে নিয়োগ পরীক্ষায় ওই পদ ছাড়াও অন্যান্য পদে বিদ্যালয়ে ডোনেশন নামে মোটা অংকের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের চাকরি  দি‌য়ে‌ছে বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম। ভাল পরীক্ষা দিয়েও সভাপতিকে ঘুষ দিতে না পারায় চাকরি পায়নি এইচএসসি পাশ মোস্তফা শেখ।
সা‌রেংকাঠী ইউ‌নিয়‌নের ৫নং ওয়ার্ডের মৃত আফসার আলী শেখের ছেলে মোস্তফা শেখ এইচএসসি পাশ করে সংসারের অভাব অনটনে বর্তমানে চায়ের দোকানে ব‌্যবসা করছেন। নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষায় ভাল লিখেও চাকরি না পাওয়ায় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লি‌খিত অভিযোগ দিয়েছেন তিনি। মোস্তফার অভিযোগ, পরীক্ষা খাতায় ভাল লিখেও সভাপতিকে মোটা টাকার ঘুষ দিতে না পারায় তার চাকরি হয়নি। তার দাবী যথাযথভাবে পরীক্ষার খাতা পুন:নিরিক্ষন করলে তিনি ওই পদে প্রথম হবেন।
অভিযোগে জানাগেছে,  গত ২৯ নভেম্বর ওই বিদ্যালয়ে, নিরাপত্তাকর্মী, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী এবং সহকারি প্রধান শিক্ষক পদের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ‌তে প্রত্যেক পদের জন্য ৮ থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় নিরাপত্তাকর্মী পদে কাওসার আকন নামে এক প্রার্থী নাম মাত্র পরীক্ষা দিয়ে বের হয়ে যায়। এমনকি সে পরীক্ষার ভাইবা বোর্ডে বসা সম্মানিত লোকদের সাথে অসধআচারন করায় অপমানিত হয়েছে। কাওসার আকন এসব কর্মকান্ড করার পরেও তিনি নিরাপত্তাকর্মীপদে চাকরি পেয়েছেন।
মোস্তফা শেখের অভিযোগ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম কাওসার আকনের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে তাকে চাকরি দেয়া হ‌য়ে‌ছে।
বিদ‌্যাল‌য়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগে কোন দুর্নীতি হয়নি। যারা চাকরি পাইনি; তারা এ মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাইদুর রহমান বলেন, ভাই, দলীয় চাপ থাকায় এলাকার আওয়ামীলীগের ত্যাগী নেতা মো: সালাম আকনের ছেলে কাওসার আকনকে চাকরি দেয়া হয়েছে। তবে নিয়োগে কোন টাকা পয়সার লেনদেন হয়নি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম বলেন আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। তাছাড়া এখানে কোন দুর্নীতি হইনি।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুব উল্লাহ মজুমদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তর জন্য একজন কর্মকর্তাকে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana