কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসে জনবল সংকট থাকার কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী জনগণ। কাউখালী পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, পরিসংখ্যান কার্যালয় পাঁচটি পদের মধ্যে চারটি পদের জনবল শূন্য রয়েছে। বর্তমানে পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান অফিসের সকল প্রকার দায়িত্ব পালন করছেন। মোঃ আসাদুজ্জামান বর্তমান মার্চ মাসের ১৮ তারিখ কাউখালী অফিসে যোগদান করেন। চারটি শূন্য পদের মধ্যে রয়েছেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, জুনিয়র পরিসংখ্যান সহকারী দুইটি পদ ও একজন চেইন ম্যান। বর্তমানে পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান একাই পাঁচটি পদের দায়িত্ব পালন করছেন। অফিস খোলা থেকে অফিস তালাবদ্ধ করা সহ যাবতীয় কাজ একজনই করে থাকে। জনবল সংকট থাকার কারণে ডাটা কালেকশন করতে বিঘ্ন ঘটছে। জনগণ বিভিন্ন তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যখন উপজেলা পরিষদ মিটিং, জেলার মিটিং সহ মাঠ পর্যায়ে যখন যায় তখন অফিস তালাবদ্ধ থাকে। এ সময় সেবা নিতে আসা জনগণ তালা বন্ধ দেখে সেবার না নিয়ে আবার বাড়িতে ফিরে যায়। এ ব্যাপারে পিরোজপুর জেলা পরিসংখন কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক জানান, জনবল সংকট সম্পর্কে তিনি একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করেছেন। নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে ।আশা করি কিছুদিনের ভিতরে শূন্য পদগুলো জনবল নিয়োগ দেওয়া হইবে।