রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
আপনি দেশের সর্বোচ্চ মেধাবীদের বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনা করেন। আমরা আপনাদেরকে সম্মান করি, আপনার মেধার সম্মান করি, আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান করি।
কিন্তু যেকোনো পরিস্থিতিতে, কথায় কথায় আপনি বুয়েটে পড়াশোনা করেন বলে দেশের বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে হেয় করে মন্তব্য করেন, কটাক্ষ করে কথা বলবেন এই বিষয় টা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে কতটুকু রিপ্রেজেন্ট করে সেটা ভাবনার বিষয়।
আপনি ১০০% মেধাবী দেখেই হয়তো বুয়েট পড়াশোনা করছেন কিন্তু পরিপূর্ণ মানুষ হতে বাকি যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি আপনার মাঝে কতটুকু আছে তা আপনার আচার-আচরন, ধর্মীয় অনুশাসন, সামাজিক মুল্যবোধ, রাজনৈতিক সচেতনতা, মানবিকতা থেকে বুঝা যায়।
আপনি সফল হতে গেলেও আপনার নেতৃত্ব, সম্মতি, কর্মঠতা, ও নৈতিকতা, সামাজিক পরিবেশ, সামাজিক দক্ষতা, মানসিক স্থিতির সাথে মেধার সমন্বয় প্রয়োজন।
মনে রাখবেন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে যে যোগ্যতাগুলি প্রয়োজন তার মধ্যে “মেধা” খুবই সামান্য একটা বিষয়। কারন একটা গাধাকেও যদি রেগুলার নার্সিং এর মধ্যে কিছু শিখান তাহলে সেই গাধাও মার্জিত আচরণ করে আপনার নির্দেশনা মতন কাজ করা শিখে যাবে।
সুতরাং বুয়েটে পড়াশোনা করে আপনি শিক্ষিত গাধা হবেন নাকি মানুষ হবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়।
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোঃ শাফায়েত হোসেন অভি এই মতামত পোষণ করেছেন।।