সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়া বিহারী লালমীত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় ৯২নং উত্তর পৈকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫-০) গোলে ১৪ নং পশ্চিম শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় ১৩নং দক্ষিন শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩-১) গেলে ৩০নং জুনিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভান্ডারিয়া পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার আহিদুল ইসলাম, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রাজ্জাক প্রমূখ। খেলা পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম আজাদ ও মোঃ শহিদুল ইসলাম মল্লিক। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।