বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ার কুখ্যাত ডাকাত কাইউম কবিরাজ ঢাকার সাভার থেকে গ্রেপ্তার অতিরিক্ত পরীক্ষা ফি আদায়ের প্রতিবাদে ভান্ডারিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ অবস্থান কর্মসূচী (ভিডিও) ভান্ডারিয়ায় গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ভান্ডরিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লক্ষ টাকা ছিনতাই  দুই ছিনাতাকারী গ্রেপ্তার ভান্ডারিয়ায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ভ্রাম্যমান আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা ভান্ডারিয়ায় বিএনপি সদস্য সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাউখালীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে বন বিভাগের গাছ কেটে নিল দুর্বৃত্তরা কাউখালীতে স্বেচ্ছাসেবক ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বিআরডিবি কর্তৃক মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত নেছারাবাদে জোড়পূর্বক ১৭ লাখ টাকার পাওনার বিপরীতে ২ কোটি টাকার সম্পদ লিখে নেয়ার অভিযোগ ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান ভান্ডারিয়ায় ঝাড়ফুঁক নিতে এসে বৃদ্ধের মৃত্যু মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্বার কাউখালীতে পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি হাডুডু টুর্নামেন্ট খেলার উদ্বোধন ভান্ডারিয়ায় ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল জেলের কাউখালীতে কৃষি উপকরণ বিতরণ
সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক : পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের

সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক : পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের

নেছারাবাদ (স্বরূপকাঠী) প্রতিনিধি:

 

পিরোজপুরের পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন ‘আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই।’

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্ডপ সহ গুরুত্বপূর্ণ আরো পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরের হিন্দু নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেন।

 

পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আমি পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সব জায়গায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁরা নিরাপত্তার কোনো ঘাটতি পাননি। এমনকি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে ছিলেন।’

 

পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটির পূর্ণ মৌলিক অধিকার আমাদের সবার। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা মাঠে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।’

 

এ সময় তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (ক্রাইম অ্যান্ড অপস), নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেছারাবাদ শাখার সভাপতি ও নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!