বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ধাওয়া রাজপাশ দরবার শরীফের পীর সাহেবের কাছে ঝাড়ফুঁক নিতে এসে মারাগেলে পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের মৃত সিরাজ মোল্লার ছেলে ফজলুর রহমান ( ৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার সময় উপজেলার ধাওয়া ইউনিয়ানের রাজপাশা দরবার শরীফের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ধাওয়ার বাসিন্দা মোঃ জাকির হাওলাদার বলেন লোকটিকে গাড়ি থেকে নামানো সময় অসুস্থ হয়ে পড়ে। কিছু ক্ষনের মধ্যে তার মৃত্যু ঘটে।
অন্য এক রোগী পিরোজপুরের বাসিন্দা মোঃ ফয়সাল হাওলাদার বলেন গাড়িতে বসেই লোকটি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক লোকজন হাতে ধরে রাস্তার পাশে নামায়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মাহমুদুল ইসলাম রুবেল বলেন আমি বাড়ি থেকে বের হওয়ার পরেই শুনি একটি লোক মারা গিয়েছে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই।
স্বজন মোঃ আসাদুল ইসলাম জানান, তার ফুফা ফজরের পরেই এখানে হুজুরের কাছে ঝাড়ফুক নিতে বাড়ি থেকে রওনা করে আসে আমি সংবাদ পাই আমার ফুপায় হঠাৎ গাড়িতে বসেই স্টক করেন এবং পরে মারা যান।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ আনওয়ার জানান প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে লোকটি স্টক করে মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
উল্লেখ্য কিছু দিন পূর্ব থেকে ধাওয়া রাজপাশা দরবার শরীফের পীর সাহেব হাফেজ মোঃ নুরুল আমিন ঝাড়ফুঁক ও রুহানীর মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। ফলে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার লোকের রুহানী চিকিৎসার জন্য আসেন বলেন স্থানীয়রা জানান।