বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
গতকাল সোমবার বিকেল ৪ টায় পৌরশহরের মডেল মসজিত চত্ত্বর থেকে বিশাল বিজয় র্যালিটি বের হয়। দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিশাল বিজয় র্যালিতে অংশ নেন। পরে র্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা পরিষদ চত্ত্বরে এক পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসাইন, ছাত্র শিবিরের পিরোজপুর জেলা সাবেক সভাপতি আবু নাঈম, সাবেক সেক্রেটারি আল আমিন ওমর, জেলা সাবেক অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ভান্ডারিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ নাদিমুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা ছাত্রশিবির পশ্চিমের সভাপতি মোঃ ওবায়দুল্লাহ প্রমূখ। এসময় আন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা সেক্রেটারি মোফাজ্জল হোসেন, পৌর আমির মাওলানা আবুল বাশার সহ ছাত্র শিবিরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল দায়িত্বশীলবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিলো তা বাকশাল কায়েমের মধ্যে দিয়ে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ। সবশেষ ২০২৪ জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে আওয়মীলীগ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।