বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জিয়া মঞ্চ শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বজলুর রহমান তারেক আল আমিন সভাপতি ও মো. আজিম হাওলাদারকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার আহবায়ক আরিফুর রহমান রুবেল ও সদস্য সচিব আঃ রহিম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
জিয়া মঞ্চ ভান্ডারিয়া উপজেলার আহবায়ক বজলুর রহমান তারেক আল আমিন পিরোজপুর সময়কে বলেন, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের আদর্শকে গতিশীল করে দেশের উন্নয়নে সহযোগিতা ও জনগনের স্বার্থে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে। একই সাথে আমরা দলীয় কার্যক্রম জোরদার করে দলকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।