বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া মোটর সাইকেল চুরির মূল হোতাকে আটক করা হয়েছে পুলিশ। সে মোটর সাইকেল চুরি করে তার পার্টস খুলে বিক্রি করত।
বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রটির মূলহোতা মোঃ ফয়সাল হোসেন ইমরান মুন্সি (৩২) কে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় তার মোটর সাইকেল গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে চুরি করা মোটর সাইকেলের যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করছিল। ফয়সাল হোসেন ইমরান পাশর্^বর্তী কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোঃ বাহাদুর মুন্সির পুত্র।
ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মোঃ জাফরুল হাসান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফয়সাল হোসেন ইমরানের মোটর সাইকেল গ্যারেজ হীরামনি (৩৫) নামের এক নারী অশ্লীল অঙ্গভঙ্গী করিলে স্থানীয় লোকজনের ভিতরে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হইলে স্থানীয় লোকজন আটক করে ভান্ডারিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ উপস্থিত হইয়া জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় স্থানীয় বটতলা নামক একটি টিনসেড বসত ঘর ভাড়া নিয়া সেখানে অস্থায়ীভাবে মোটরসাইকেলের যন্ত্রাংশ রাখে এবং মাঝে মধ্যে রাত্রিযাপন করে। পুশিল সেখানে গিয়ে ঘরের ভিতর রক্ষিত একটি মটর সাইকেলের যন্ত্রাংশগুলো উদ্ধার করে। এসয় উক্ত মোটর সাইকেলের মালিক মোঃ আব্দুল মালেক তালুকদার তার চুরি হওয়া মটরসাইকেলের যন্ত্রাংশ সনাক্ত করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে ফয়সাল হোসেন ইমরান জানান, মোটর সাইকেল চুরি করে সেগুলোর ইঞ্জিন, হেডলাইট, সিট, হ্যান্ডেল, টায়ার, ইত্যাদি খুলে আলাদা করে বিক্রি করতো। এসব যন্ত্রাংশ বিভিন্ন দোকান ও খুচরা বাজারে বিক্রি করতো।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ আনওয়ার বলেন, আটকৃত ফয়সাল হোসেন ইমরান মোটর সাইকেল চুরি করে পার্টস আলাদা করে বাজারে বিক্রি করত। তার সাথে আরো কেউ জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদে জনা যাবে।