বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন বলেছেন, কমকরে হলেও শেখ হাসিনার পরিবার বাংলাদেশ থেকে ৩শ বিলিয়ন ডলার লুট করেছে। যা রিজার্ভে থাকলে এখন ডলার হতো ২০ টাকা। এই বিপুল পরিমান অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করেছে। হাসিনার দোসরা ১১ টি ব্যাংক দখল করে রেখেছিল। শুক্রবার বিকেল ভান্ডারিয়ায় উপজেলা গৌরীপুর ইউনিয়নের ডাক্তার হাটে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের আকাঙ্খা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তখন মানুষের ভোটের জন্য জীবন দিতে হবে না। চাকুরির জন্য জীবন দিতে হবে না। মানুষের যতগুল মৌলিক অধিকার রয়েছে তা প্রতিষ্ঠিত হবে। দেশের আইন শৃঙ্খলা ও অর্থনীতির উন্নয়ন হবে।
গৌরীপুর ইউনিয়ন বিএনপি নেতা শামীম আহসানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
পরে ডাক্তার হাট, পৌকখালী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।