বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বেসরকারি সংগঠন রূপান্তর এর “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করনীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার (২৪ মার্চ )সকালে উপজেলা বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ফোরামের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসাইন, বিআরডিবি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, এস আই কামরুল ইসলাম, রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া প্রমুখ।
সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ এবং সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন বাজার কমিটির সদস্যবৃন্দ ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।