বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শনিবার বিকালে পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর অডিটরিয়ামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসেন বলেন, এই উন্মুক্তস্থানে বসতে হয়তো আপনাদের কষ্ট হবে। তবুও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ যে সকলস্থানে দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা যেন উন্মুক্তস্থানে হয়। তার নির্দেশে ই এ আয়োজন। উপস্থিতিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশনেত্রী,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সকলের জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক মো.আব্দুল মন্নান হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জালাল উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, মো. মোস্তফা শরীফ, মো. সামজীদ মিয়া, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান, সহ প্রচার সম্পাদক রাব্বি হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল হক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা সোহেলসহ পিরোজপুর, ভান্ডারিয়া, কাউখালী ও স্বরুপকাঠী উপজেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী নেতৃবৃন্দ দোয়ার অনুষ্ঠানে শরিখ হন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মন্ত্রী বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা হোসাইন।