শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:০২ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
খুলনা মডেল থানার একটি হত্যা মামলার আসামীকে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। আসামী সজীব ফরাজী (২৩) দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার দুপুরে ভান্ডারিয়ার উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সজীব ফরাজী ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মজিবুর রহমান ফরাজীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, সজীব ফরাজী খুলনা মডেল থানার একটি হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী। মামলা নাম্বার ৪৩/২২। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। র্যাব-০৬ খুলনার মাধ্যমে অধিযাচন পত্র পাওয়ার পর র্যাব-০৮ বরিশালের স্কোডন লিডার মোহাম্মদ জেহাদী হাসান এর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুপুর সোয়া ১ টার দিকে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান, সজীব ফরাজী হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী ছিল। র্যাব- ৮ এর একটি আবিযানিক দল তাকে আটক করে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করে। আমরা তাকে খুলনা মডেল থানায় হস্তান্তর করবো।