রবিবার, ১৫ Jun ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে তার কান কামড়ে বিচ্ছিন্ন করার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
আহত কাপড় ব্যবসায়ী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সঞ্জয় দেবনাথ
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভান্ডারিয়া বাজারের কাপড় ব্যবসায়ী ও ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সঞ্জয় দেবনাথের উপর ইলেকট্রিক ব্যাবসায়ী মানবেন্দ্র মুন্না বেলা সাড়ে ১১ টার দিকে নিউ মার্কেট এলাকায় কয়েকজন ভাড়াটিয়া মাস্তান নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তার বাম কানের একটি অংশ কামড়ে ছিঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় সঞ্জয় দেবনাথকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার বিকালে বাজারের শতাধিক ব্যবসায়ী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে বক্তব্যা রাখেন ভান্ডারিয়া বন্দর ব্যাবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ তালুকদার, ব্যাবসায়ী আযাদ সিকদার ও সোহেল সরদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারী মানবেন্দ্র মুন্না কে গ্রেফতার না করলে আজ রবিবার বন্দরের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং মুন্নাকে যে ধরিয়ে দিবে তাকে ৫০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে।
এদিকে এ বিষয়ে মুন্নার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। তবে তার স্বজনরা জানান, এ ঘটনার সূত্রপাত শুক্রবার বিকাল থেকে। এ দিন ই মুন্নাকে মারধর করা হলে সে আইনের আশ্রয় নেন। ঘটনাস্থলে থানাপুলিশ আসলে তাদেরকে স্থানীয় ব্যবসায়ী রুহুলমুন্সি সহ অন্যরা বসে মিটিয়ে দেয়ার আশ্বাস দিলে তারা চলে যায়। অন্যদিকে সে কথা না রেখে মুন্না শনিবার দুপুরে সঞ্জয়ের ওপর হামলা চালায় এবং মূখ দিয়ে কামড়ে সঞ্জয়ের কান ছিড়ে ফেলে।