রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের ছেলে আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের ছেলে ইকবাল মল্লিক (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ রিজার্ভ পুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৩২৯ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় ওইদিনই থানার উপপরিদর্শক (এসআই) নূর আমিন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০১৪ সালের ৩০ নভেম্বর উপপরিদর্শক খন্দকার মো. কামরুল ইসলাম আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে দণ্ড দেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস প্রদান করেন।’