রবিবার, ১৫ Jun ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাধ্যমিক পরীক্ষার সময় ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে বাড়ি চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কক্ষের পরিদর্শক মিলন সংঘ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শিলা রানী ও জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন কে বহিস্কার করা হয়েছে।
জানাযায়, মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রর ১০ নম্বর কক্ষে হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী হাফিজুল রানা, রোল নাম্বার ২২৫৭৬১, রেজিষ্ট্রেশন নাম্বার ২২১৫১৪৩১২০ পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে সে উত্তরপত্র জমা না দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়িতে চলে যায়। পরীক্ষা শেষে খাতা গুনে দেখা যায় একটি উত্তরপত্র অনুপস্থিত। পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তার ঠিকানা সংগ্রহ করেন। পরে পুলিশ ও শিক্ষকরা ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে প্রায় দেড় ঘণ্টা পর উত্তরপত্র উদ্ধার করেন। এই ঘটনা জানাজানির পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আন্যান্য পরীক্ষার্থীর অভিভাবকগণ। পরীক্ষা পরিচালনায় আরও সতর্কতা অবলম্বন এবং দায়ীত্বশীলতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে বলে তারা জানান।
এ বিষয়ে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ আবু নাসের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি যদিও ভুলবশত হয়েছে। উত্তর পত্র অবশ্যই বোর্ডে জমা দিতে হয়। সে ক্ষেত্রে ওই কক্ষের দায়িত্ব প্রাপ্তরা কেন উত্তর পত্র গুনে রাখেনি সে বিষয়ে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ সংক্রান্ত তথ্য ইউএনও অফিসে থাকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার জানান, দায়িত্বে অবহেলার কারনে ওই কক্ষের দুই পরিদর্শক কে বহিস্কার করা হয়েছে।