রবিবার, ১৫ Jun ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫নম্বর ধাওয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.দুলাল সরদার (৫০), ভান্ডারিয়া পৌর তাতী লীগের সভাপতি মো. আলী মুন্সি (৪০) এবং পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০) সহ তিন জনকে শনিবার রাতে পৃথক অভিযানে আটক করে ভান্ডারিয়া থানা পুলিশ।
দুলাল সরদার ঐ ওয়ার্ডের পশারী বুনিয়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। এছাড়া আলী মুন্সি পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. মোতালেব মুন্সির ছেলে এবং শহিদুল পৌর শহরের আ. খালেক সরদারের ছেলে। গতকাল রবিবার পিরোজপুর কোর্টের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ আহমদ আনওয়ার জানান, তাদের কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল কোর্টে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।