শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য উত্তরসুরী আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন, “যারা রাজপথে জুলাই আন্দোলনে জীবন দিয়েছে, তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। “তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা চাই, তাদের আদর্শে দেশ গঠনের কাজ হোক।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ভান্ডারিয়া শিশু পার্ক সংলগ্ন সড়কে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা জামায়াত ইসলামের আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ ছিল কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি ৫০ বছর ধরে কুরআনের কথা বলার আপরাধে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। আমার পিতা কুরআনের পাখি আল্লামা সাঈদীকে বাংলাদেশ তথা বিশ্বের মানুষ একমাত্র কুরআনের কারণেই ভালোবাসতেন। আল্লামা সাঈদী কুরআনের কারণেই মিথ্যার সঙ্গে কখনোই আপস করেননি।
তিনি আরো বলেন, দেশে চলমান অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে আল্লাহর বিধান অনুযায়ী সুবিচার ও শান্তি প্রতিষ্ঠাই হবে আমার প্রধান অঙ্গীকার। দেশে ইসলামী মূল্যবোধের যে অবক্ষয় চলছে, তা রোধ করতে হলে আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ইনশাআল্লাহ, আমি সে দায়িত্ব পালনে প্রস্তুত।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমীর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়েত ইসলামের আমির অধ্যক্ষ তাফাজ্জেল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যাপক মোঃ জহিরুল হক, সহ সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি আব্দুল্লাহীল মাহমুদ, ভান্ডারিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাদিম প্রমুখ।
শামীম সাঈদী তার বক্তব্যে জনগণকে ইসলামী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।