শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিএনপির একাংশ ভান্ডারিয়া বাসস্টান্ড থেকে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টান্ড এক সমাবেশ করে।
সমাবেশে বিএনপির সিনিয়র নেতা জালাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা শরিফ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির মল্লিক, সাবেক ছাত্র নেতা হানিফ আল খলিফা, মাহফুজুর রহমান উজ্জল প্রমূখ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই দিনে ভান্ডারিয়ার সাহসী সন্তান শহীদ এমদাদুল হকসহ অনেকে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জীবন দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে নতুন করে আন্দোলনের প্রেরণা জোগায়।