শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে খুন হওয়া যুবক রব্বানি বেপারী হত্যা মামলার অন্যতম আসামি মিলন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টর দিকে ভাণ্ডারিয়া উপজেলার চিংগুরিয়া ভিটাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
নিহত রব্বানি বেপারীর পিতা মো. মন্টু বেপারী ভাণ্ডারিয়া থানায় দায়ের করা মামলায় ৫ জনের নাম উল্লেখসহ আরো ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে রব্বানিকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়। তার মরদেহ উদ্ধার হয় পায়ে ইট বাঁধা অবস্থায়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাগাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরে মিলন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত সোমবার (৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে যুবক রব্বানি বেপারীর (২৫) মরদেহটি উদ্ধার করা হয়।