শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে উপজেলা পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ হারুন আর রশিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম বিপ্লব, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাদিম শেখ, মোহাম্মদ আসিফ জামাল খান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম।
কর্মী সভায় সংগঠনকে সুসংগঠিত করা, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।