শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল, বৃক্ষরোপণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্নতা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা।
এ উপলক্ষে বুধবার বিকেল ৫ টায় বাসস্ট্যাণ্ড থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব প্রমূখ।
পরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতাল প্রাঙ্গণে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপন করেন।