শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুয়েল মৃধাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জুয়েল মৃধার বাড়ি ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে থাকা ৫৭টি মামলার মধ্যে ২০১৫ সালে অবরোধকালীন সময়ে বংশাল থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেন আদালত। রবিবার সকালে তিনি ঢাকার সি এম এম কোর্টের ৯ নং আদালতে আত্মসমর্পণ করতে গেলে গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। ওই মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল।
এদিকে জুয়েলে মৃধার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন ছাত্রদল নেতাকর্মীরা ।