শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধিঃ
সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি) খাতে ঋণ বিতরণের আনুপাতিক লক্ষ্যমাত্রার বিপরীতে ২০২৫ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে রূপালী ব্যাংক বরিশাল ডিভিশনে সর্বোচ্চ ঋণ বিতরণকারী শাখা হিসেবে স্বীকৃতি পেয়েছে ভোলা মহাজনপট্টি শাখা।
ব্যাংক সূত্রে জানা গেছে, নির্ধারিত টার্গেটের তুলনায় উল্লেখযোগ্য হারে ঋণ বিতরণ করে শাখাটি এই অবস্থানে উঠে আসে। সিএমএসএমই খাতে উদ্যোক্তা সৃষ্টিতে, বিশেষ করে নারী উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায়, শাখাটি কার্যকর ভূমিকা পালন করেছে।
শাখা ব্যবস্থাপক মো: জহির উদ্দিন জানান, এ সাফল্য অর্জনে নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য শাখাটির কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেছেন। গ্রাহকদের পাশে থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সহায়তা নিশ্চিত করা, সচেতনতা বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণ প্রদানের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
রূপালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মো: ওয়াহিদুল ইসলাম এই সফলতার জন্য ভোলা মহাজনপট্টি শাখার ব্যবস্থাপক মো: জহির উদ্দিন কে অভিনন্দন জানিয়েছেন, এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।