শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে ও প্রভাষক মো. সানা উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম খান, গভর্নিং বডির সদস্য মো. আমির হোসেন, সিকদার জাকির হোসেন বাচ্চু, আবুল কালাম মলাদ জোমাদ্দার, গভনিং বডির সদস্য সাংবাদিক আল আমিন আহমেদ, সহকারী অধ্যাপক মো. বশির উদ্দীন, শিক্ষক প্রতিনিধি সদস্য টি এম মনোয়ার হোসেন পলাশ, সহকারী মৌলভী ফারিহা প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ফারুক হোসাইন।
আলিম শ্রেণির শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. ফিরোজ আলম ও শিক্ষক প্রতিনিধি মো. মাহবুবুর রহমান, ও সহকারী শিক্ষক মো. মাফুজুর রহমান।