শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মানোনিত হয়েছেন মেহেদী হাসান সোহাগ (দৈনিক মানবকন্ঠ) এবং মো. রিয়াজ মাহামুদ মিঠু সাধারণ সম্পাদক (দৈনিক সমকাল ও ডেইলি অবজারভার) এবং মো. রবিউল হাসান রবিন (দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার) সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে মানোনিত হয়েছেন, মো: কাওসার হোসেন (দৈনিক যুগান্তর , স্বরুপকাঠি উপজেলা প্রতিনিধি), আব্দুস সালাম আযাদী ( দৈনিক যুগান্তর, মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি), বাবুল হাওলাদার (দৈনিক প্রভাত, জেলা প্রতিনিধি পিরোজপুর), আঃ মান্নান হাওলাদার (দৈনিক বরিশাল প্রতিদিন) । মাসুদ রানা পলাশ, ( দৈনিক দখিনের খবর) যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আরেফিন (নাজিরপুর উপজেলা প্রতিনিধি, ৭১ টেলিভিশন , দৈনিক মানবকন্ঠ, দি নিউজ টুডে), যুগ্ম সাধারণ সম্পাদক যতীশ চন্দ্র হালদার (দৈনিক আমাদের সময়, নাজিরপুর উপজেলা প্রতিনিধি), সহ— সাধারণ সম্পাদক (মনোয়ার হোসেন পলাশ (দৈনিক আমার সংবাদ, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি) কোষাধক্ষ , পল্লব সিকদার (দৈনিক নব অভিযান, কাউখালি উপজেলা প্রতিনিধি) ক্রিয়া সম্পাদক মো: রফিকুল ইসলাম সুমন (দৈনিক নব অভিযান, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি) হিসেবে মানোনিত হয়েছেন। সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ সারাদেশের গণমাধ্যম কর্মীদের ওপর নির্যাতন, হামলা-মামলার প্রতিবাদ জানান সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।