কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে ২৩টি মন্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির ধুম। পূজা উপলক্ষে মন্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কয়েকদিন পরেই শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সময় ঘনিয়ে আশায় প্রতিটি মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিনরাত কাজ করে কারিগররা শেষ করেছেন প্রতিমা তৈরীর কাজ। প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজ সজ্জার কাজ। মন্দিরগুলোতে চলছে ডেকোরেশনের কাজ। বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, সুষ্ঠুভাবে পূজা সম্পূর্ণ করার জন্য প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, পুজো উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যে মণ্ডপগুলো পরিদর্শন করা হয়েছে এবং দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে জন্য প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।