কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কাউখালী থানা সূত্রে জানা গেছে, কাউখালী থানার এস আই রাশিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল সালামের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিহাব হোসেন (২৫) কে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার সিএনবি রোডে মাস্টার বাড়ির সংলগ্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিহাবের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মঙ্গলবার ৭ অক্টোবর আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।