শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর বিরুদ্ধে একই ইউনিয়নের ইউপি সদস্যদের মানববন্ধনের প্রতিবাদে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ ডিসেম্বর) দুপুরে স্থাণীয় ইউনিয়ন ভবনের সামনে স্থাণীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু। এর আগে গত বুধবার ( ২৩ ডিসেম্বর) ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীর অভিযোগ এনে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন বাঁশবাড়িয়া-সাচীয়া রাস্তায় মানববন্ধন করেন ওই ইউপি’র সদস্য ও স্থানীয় ভুক্তভোগীরা। ওই মানববন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে ও অভিযোগকারী ইউপি সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনেন ওই সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, ওই ইউপির চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর বিরুদ্ধে টিআর কাবিখা প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাৎ, সরকার কর্তৃক অসহায়দের জন্য বরাদ্দকৃত ঘর দেয়ার নামে উৎকোচ নেয়া, খাদ্যবান্ধব কর্মসূচীর খাদ্য তালিকা ভুক্তদের না দিয়ে তা আত্মসাৎ, গভীর নলকুপ দেওয়ার নামে টাকা নেওয়াসহ টাকার বিনিময় ভিজিডি কার্ড দেওয়ার সহ বিভিন্ন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ করা হয়।