শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন
ইন্দুরকানী প্রতিনিধি:
ইন্দুরকানীর ১ নং পাড়েরহাট ইউনিয়ন তাঁতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর গ্রামীন ব্যাংক সংলগ্ন মাঠে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী উপজেলা তাঁতী লীগের সভাপতি তারিফুর রহমান নিটোলের সভাপতিত্বে এবং উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মামুন ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন বাবু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা তাতী লীগের সদস্য সচিব মিজানুর রহমান।
উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়েরহাট ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মো: মহসীন হাওলাদার, পিরোজপুর সদর উপজেলা তাতী লীগের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ,সদস্য সচিব হাসিনা পারভীন, মা ও শিশু বিষয়ক সম্পাদিকা দিপ্তী রানী, পাড়েরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ লীগের সভাপতি আবুল কালাম মোল্লা,তাতী লীগ নেতা এম ভি জাকির হোসেন, মোঃ মাহফুজ হাওলাদার, মোঃ হেলাল মুন্সি প্রমুখ।
এসময় আমন্ত্রীত অতিথিবৃন্দ ছাড়াও তাঁতী লীগের স্থানীয় নেতাকর্মিরা উপস্থিতি ছিলেন।
সভাশেষে মোঃ জাকির হোসেন হাওলাদারকে সভাপতি, এমডি মাহফুজুর রহমানকে সাধারন সম্পাদক এবং মোঃ হেলাল মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করে পাড়েরহাট ইউনিয়ন তাঁতী লীগের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আ.লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনকে আরো গতিশীল করতে ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।