শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
রবিবার সকাল দশটায় ৬৭ নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উসৎবের উদ্ধোধন করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
বই বিতরণ আনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু, জাতীয় পার্টি জেপি’র সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, উপজেলা সমাজ সেবা অফিসার ভবানী শংকর, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস জোমাদ্দার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সীমা রানীতার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের পাশাপাশি দেশের সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিক এগিয়ে এলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য হিসাবে নিজেদর গড়ে তুলতে পারে।