শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন
নয়াপল্টনে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষণা অনুযায়ী, রোববার (১ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় দুপুর আড়াইটায়।
ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনের দিকে জড়ো হতে থাকেন। অনেকে লাল বা সবুজ রঙের টুপি পরে এসেছেন। তাদের কেউ কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশস্থলে এসেছেন।
দুপুর নাগাদ সড়কের এক পাশ বন্ধ করে তারা খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। দুপুরের পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে ছাত্রদলের সমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।
ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। মঞ্চে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।
এদিন বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদল নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
সুত্র jagonews24.com