শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক জামাল হোসেন আকনের ওপর হামলাকারীদের গডফাদার সেই সন্ত্রাসী সেকান্দার বেপারী (৪৫) কে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানার এস.আই নূর আমীন ও এ.এস.আই হুমাযূন কবির সুমন অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করেন। সেকান্দার পৌরসভার ১ নং ওয়ার্ডের সত্তার বেপারীর ছেলে। সাংবাদিক জামাল হোসেন আকন দৈনিক আমার সংবাদ, এশিয়ান টিভি এর মঠবাড়িয়া প্রতিনিধি। তিনি মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য- গত ৭ নভেম্বর সোমবার দুপুরে সেকান্দার ও তার সন্ত্রাসী বাহিনীরা প্রতিবেশী ইব্রাহীমের বসত ঘরের সামনে জমি দখল করে একটি ঘর উত্তোলনের সময় সাংবাদিক জামাল ও সোহেল ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি ক্যামেরায় ভিডিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রত্তন, সেকান্দার, কালাম, মনু বেপারীসহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী সাংবাদিক জামালের ওপর হামলা চালায়। এ ঘটনায় জামাল হোসেন আকন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত সেকান্দারকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।