শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন
ভান্ডরিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে উপকূলীয় বাঁধ প্রকল্প কোস্টাল ইমব্যাকমেন্ট ইমপ্রুবমেন্ট প্রজেক্ট (সিইআইপি) প্রকল্পে ভূমি অধিগ্রহণে আর্থিক ক্ষতি পূরণের চেক বিতরণ অনুষ্ঠানে ভান্ডরিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (আরডিসি) মো. তারিকুল আলম, ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদার, মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, মো. আব্দুল হাই হাওলাদার ও উপকূলীয় বাঁধ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মো.ফজলুর রহমান প্রমুখ।
পরে এ প্রকল্পের আওতায় ভান্ডরিয়া- মঠবাড়িয়া উপজেলার ৭৯টি পরিবারের মধ্যে গতকাল ২৪টি পরিবারের মধ্যে পৃথক ভাবে বিভিন্ন অংকে মোট ৫০লাখ ২৬হাজার ৩৬৯টাকার চেক বিতরণ করা হয়। বাকি চেক পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বিতরণকৃত ২৪টি চেকের মধ্যে ৬টি মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলজালিয়া এবং বাকি ১৮টি ভান্ডরিয়া উপজেলার।