ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভান্ডারিয়া শাখা কর্তৃক ধাওয়া এজেন্ট ব্যাংকিং শাখায় প্রবাসী গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এজেন্ট ব্যাংকিং ধাওয়া শাখার পরিচালক মোঃ মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ভান্ডারিয়ার শাখা ব্যবস্থাপক মোঃ নুরে আলম জিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র অফিসার মোঃ মিজান উদ্দিন, রেভিডেন্স অফিসার মোঃ নাজমুল হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বিভিন্ন সেবা সমূহ, প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপিত হয়।