রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ
৮ ডিসেম্বর পিরোজপুর মুক্তদিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে^ পুষ্পমাল্য অর্পণ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ভাগীরথী চত্তরে শহীদ স্মৃতিস্তম্ভে^ পুষ্পমাল্য অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যনি রহমান, সহ জেলা প্রশাসক,পুলিশ সুপার, জেলার মুক্তিযোদ্ধা সহ সর্বস্থরের মানুষ। শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেষে স্বধীনতা মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি । সভায় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা এমপি শেখ এ্যনি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।