রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
আগামীকাল ১৩ ডিসেম্বর পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন হাওলাদারের প্রথম মৃত্যু বাষির্কী। তিনি ২০১৮ সালের এই দিনে ইন্তেকাল করেছেন। মো. শাহাদাৎ হোসেন তিন বার তেলিখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি দেশের সেরা চেয়ারম্যান হিসেবে জাতীয়ভাবে স্বর্ণ পদকসহ বিদেশ সফর করেছেন। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ. শামছুদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সালাহউদ্দিন মরহুম শাহাদাৎ হোসেন হাওলাদারের পুত্র। তার মৃত্যু বাষির্কীতে নিজ বাড়ি এবং উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।