রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
যথাযোগ্য মর্যাদায় ভান্ডারিয়ায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। সকল সরকারি,বেসরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসায় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ছয়টা ত্রিশ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ভান্ডারিয়া উপজেলা সদরকে বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াসসহ নানান বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শুভেচ্ছা জানান। এ সময় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার , ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।