সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে পিরোজপুর বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে এ উপলক্ষে জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমার বালার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক আঞ্চলিক প্রধান (এজি এম) সুবাস চন্দ্র চক্রবর্তী, ব্যাংক ম্যানেজার আনিচুর রহমান, কারিগরি প্রশিক্ষ কেন্দ্রর অধ্যক্ষ মোঃ মাহমুদ হোসেন, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী ও সাংবাদিক হাসান মামুন, বিদেশ ফেরত শ্রমিক জালাল উদ্দিন, হেনা পারভিন সহ পিরোজপুরের বিভিন্ন সরকারি অফিস ও বেসরকারি সংস্থার এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহণ করেণ