মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন
সুবীর সিকদার
ডিসেম্বর নামটি বাঙ্গালীর জীবনে নতুন দিগন্তে ঘেরা,
আমি শ্রদ্ধাভরে স্বরণ করছি, এই বিজয় এনেছে যারা।
বিজয় মানে মায়ের আদর, বাবার প্রাণের খুশি,
বিজয় মানে খুকুর মুখে আছরে পরা হাসি।
বিজয় মানে দামাল ছেলের মূক্ত মনে খেলা,
বিজয় মানে কাজের চাপে হেলে পরা বেলা।
বাংলার আকাশে নতুন এ সূর্য ছিনিয়ে এনেছে যারা,
বীর শ্রেষ্ট, বীর উত্তম, বীর বিক্রম, শহীদ গাজী তাঁরা।
যুগ-যুগ ধরে এই বাঙ্গালীর বুকে, যে স্বপ্ন ছিল বোনা,
ডিসেম্বর তা আনল ঘরে বিজয় নামের সোনা।
আমি গর্বিত আমি বাঙ্গালী, আমি জন্মেছি এই দেশে,
দুচোখ মুদিব বাংলার বুকে, এখানেই রব মিসে।
হারানোর যন্ত্রণা ভুলেছি আমরা, স্বাধীন পতাকা পেয়ে,
পরাধীনতার গ্লানি ভুলে উল্লাসে গেছে ছেয়ে।
এ জয় আমাদের বিশ্ব সেরা, এত রক্ত ঝড়েনি কারো,
হুসিয়ার করছি, সেই শত্রুদের, এখনি বাংলা ছাড়ো।