মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ আলামীন হাওলাদার (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌরশহরের থানাপাড়া থেকে আলামীনকে ৫ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী অলামীন উপজেলার সেনের টিকিকাটা গ্রামের সৈয়দ হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এস আই মানিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের থানাপাড়া এলাকায় অভিযান চালালে মাদক ব্যাবসায়ী আলামীনসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দাওয়া করে মাদক ব্যাবসায়ী আলামীনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী আলামীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।