সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন
শীর্ষে আছে যথারীতি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেরা চারের শেষ সদস্য হিসেবে আছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় আছে দেখে নিন একনজরে।
১)চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ম্যাচ-৭, জয়- ৫, পয়েন্ট-১০
২) রাজশাহী রয়্যালস: ম্যাচ-৫, জয়-৪, পয়েন্ট-৮
৩) ঢাকা প্লাটুন: ম্যাচ-৬, জয়-৪, পয়েন্ট-৮
৪) খুলনা টাইগার্স: ম্যাচ-৫, জয়-৩, পয়েন্ট-৬
৫) কুমিল্লা ওয়ারিয়র্স: ম্যাচ-৬, জয়-২, পয়েন্ট-৪
৬) সিলেট থান্ডার: ম্যাচ-৬, জয়-১, পয়েন্ট-২
৭)রংপুর রেঞ্জার্স: ম্যাচ-৫, জয়-১, পয়েন্ট-২
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর থেকে আবারো শুরু হবে ঢাকা পর্ব। সেদিন মুখোমুখি হবে চট্টগ্রাম-ঢাকা ও খুলনা-রংপুর।