সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
নানা কারণে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। আলোচনা সমালোচনাকে দূরে ঠেলে মডেলিংয়ে নানা চমক দেখিয়ে চলেছেন এই ডেন্টিস্ট।
এবার পশুপ্রেমী হিসেবে ‘পাগল করে, আদর করে’- নতুন একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন নায়লা নাঈম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খাঁন।
নতুন গানটি সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।
আগেও বেশকিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন।