রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:জমি ও পূর্ব শত্রæতার জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিক্ষক পরিবারকে বিভিন্ন ধরনের হয়রানী, মিথ্যা মামলায় জড়ানোসহ হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী সেলিনা বেগম বুধবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে ৪ জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, উপজেলার মিরুখালী ইউনিয়নের সাতঘর এলাকার বাসিন্দা শিক্ষক নাসির উদ্দিনের সাথে প্রতিবেশী আলমগীর, মালেক, বাদশা ও মাছুম-এর জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এতে বিভিন্ন সময় প্রতিপক্ষরা শিক্ষক নাসির উদ্দিনকে হুমকি দিতে থাকে। তারই জের ধরে বুধবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ওই শিক্ষক পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোসহ হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষরা।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জিডির সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।