রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
গত জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৯শে ডিসেম্বর বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হবে বলে ফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এই সমাবেশে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বাধা আসলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার বিকালে মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষাণা করেন ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডির সভাপতি আ স ম রব।
বৈঠকে উপস্থিত ছিলেন, ড. কামাল হোসেনে, আসম আবদুর রব, ড. আবদুল মঈন খান, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশীদ, শহিদুল্লাহ কায়সার, সিরাজুল ইসলাম, শাহ আহমেদ বাদল, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।