সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ ভান্ডারিয়া উপজেলার পৌর শহরে ৭৬নং দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পালন উপলক্ষে ২দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে এলাকাবাসী, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের পৌর শহরে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রঙ্গনে মিলিত হয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার ভবানী শংকর বল, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার জমাদ্দার, পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, বিদ্যালয় সভাপতি গোলাম কবির নান্টু, সাবেক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ ও প্রধান শিক্ষক রেহেনা বেগম প্রমুখ। এছাড়া এলাকার বিভিন্ন সমাজ সেবক, শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী, যুব সমাজসহ সর্বস্তরের লোক আনন্দ র্যালীতে অংশ নেয়।