রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
পিরোজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইন্সে এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মিসেস রূবাইয়াৎ রতিফ। স্থানীয় প্রায় ২শত শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে। এসময় তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আবু পারভেজ হাসনাইন প্রমুখ।