রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ শারীরিক সম্পর্ক করতে গিয়ে  নারীর ধাক্কায় মারা যান বৃদ্ধ পিরোজপুরে বৈদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু শিয়ালকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন মারা গেছেন পিরোজপুরে মাদরাসা ছাত্র হত্যা মামলার ৪ জনকে যাবজ্জীবন ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা (ভিডিও) কাউখালীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি কাউখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন কাউখালীতে খালে পড়ে যুবকের মৃত্যু ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু কাউখালীতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় ও ভেজাল সার বিক্রয় বন্ধের জন্য বিক্রিতাদের অবহিত করন সভা ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক নেছারাবাদে প্রাণীসম্পদের সহায়তার পণ্য চুরি, ধরাপড়ে ফেরৎ দিলো কর্মকর্তা কাউখালীতে জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত কাউখালীতে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পারিবারিক অসম্মতিতে বোনের বিয়ে নিয়ে দ্বন্দ্ব দুই বেয়াইর মধ্যে সংঘর্ষ; আহত ২, গ্রেপ্তার- ১ মিরাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞ ভান্ডারিয়া পৌরবাসী- সাবেক পৌর প্রশাসক -ফাইজুর রশিদ খসরু
‘সৌরভের দেওয়া খাবারও খেয়েছি’ -দানিশ প্রসঙ্গে ইনজামাম

‘সৌরভের দেওয়া খাবারও খেয়েছি’ -দানিশ প্রসঙ্গে ইনজামাম

হিন্দু বলে নিপীড়িত হওয়ার যে দাবি করেছেন দানিশ কানোরিয়া, সেটা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেছেন, পাকিস্তানের ক্রিকেটে ধর্মের নামে ভেদাভেদের কোনো জায়গা নেই। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কও যে দারুণ ছিল, সেটাও জানিয়েছেন তিনি। ভারতে খেলতে গেলে তখনকার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তার জন্য খাবার আনতেন বলেও মন্তব্য করেছেন ইনজি। আবার ভারতীয় দল যখন পাকিস্তান সফরে যেত, তখন তাদের দুহাত বাড়িয়ে বরণ করা হতো।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘দানিশকে নিয়ে এই বিতর্কের ব্যাপারে শুনেছি। অভিযোগ করা হয়েছে, দানিশের ব্যাপারে খেলোয়াড়দের কারও কারও ভাবনা ঠিকঠাক ছিল না। বা, তারা একসঙ্গে খেত না, বাইরে একসঙ্গে যেত না। কিন্তু আমি কখনও এমন কিছু অনুভব করিনি। দানিশ আমার নেতৃত্বেই বেশি খেলেছে। মুসলিম নয় বলে কেউ ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে বলে মনে করি না। এমন একটা ঘটনাও ঘটেনি। অমুসলিম ক্রিকেটারদের মধ্যে ইউসুফও ছিল। কিন্তু এখন ও মুসলিম। যখন ও ইউসুফ ইওহানা ছিল, তখনও মুসলিম নয় বলে ওর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়নি। আবার ধর্ম বদলানোর পরও তা হয়নি। তেমন কিছু হলে ও নিশ্চয়ই ধর্মান্তরিত হতো না।’

পাকিস্তানিদের হৃদয় ছোট নয় বলে দাবি করে ইনজামাম বলেছেন, ‘এমন কেউ করতে পারে, এটা বিশ্বাস করছি না। আমাদের হৃদয় এত ছোট নয় যে কাউকে গ্রহণ করতে পারব না। পাকিস্তানিদের হৃদয় বড় বলেই বিশ্বাস করি। আমরা যে কাউকে আমরা হৃদয়ে স্থান দিতে পারি। ২০০৪ সালে পাকিস্তানে ১৫ বছর পর এসেছিল ভারত। দুই হাত বাড়িয়ে আমরা স্বাগত জানিয়েছিলাম ভারতকে। খাওয়া-দাওয়া, কেনাকাটা, কোথাও যাওয়া, কোনো কিছুর জন্যই টাকা নেওয়া হয়নি। এক বছর পর আমরা ভারতে গিয়েছিলাম। দুই ক্ষেত্রেই অধিনায়ক ছিলাম আমি। আর ভারতে গিয়ে আমরা একই রকম আন্তরিকতা আর ভালবাসা পেয়েছিলাম। ভারতীয়রা ঘরের দরজা খুলে দিয়ে অতিথি হিসেবে থাকার জন্য ডেকেছিল। রান্না করে খাইয়েছিল। কেনাকাটার টাকাও নেয়নি। দুই দেশের জনতার মধ্যে দুর্দান্ত ভালবাসা রয়েছে। তাই মনে হয় না যে অন্য কিছু হতে পারে বলে। আমাদের হৃদয় এত ছোট নয়।’

ইনজি আরও বলেছেন, ‘২০০৫ সালে ভারত সফরে আসার আগে কলকাতায় এক ফটোশুটে গিয়েছিলাম। ভারতের পক্ষ থেকে ছিল সৌরভ। তার আগে ও একটা রেস্তোঁরা খুলেছিল। যার উদ্বোধনে সচিনের সঙ্গে গিয়েছিলাম। সেই রেস্তোরা থেকে আমার জন্য খাবার নিয়ে আসত। শারজায় যখন খেলতে যেতাম, তখন দুই দল এক হোটেলেই থাকতাম। দুই দলের ক্রিকেটারদের দেখতাম একসঙ্গে বসে ঠাট্টা-ইয়ার্কি করতে, খাওয়া-দাওয়া সারতে। দুই দলেই এমন কিছু আমার চোখে পড়েনি।’

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের সঙ্গে আলাপচারিতার বর্ণনাও দিয়ে ইনজি বলেছেন, ‘প্রেসিডেন্ট একবার আমাকে নিমন্ত্রণ করেছিলেন। পুরো দল সেখানে ছিল। উনি আমাকে জিজ্ঞাসা করেন যে, নামাজ পড়া বা দাড়ি রাখা বা না-রাখার ভিত্তিতে দল নির্বাচন করা হয় কিনা। আমি শুনেই হেসে ফেলি। বলি যে, ধর্ম, রাজনীতি আর খেলার আলাদা আলাদা জায়গা আছে। দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। আর আমি সেটা মানিও না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana