রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিএমএসএফ’র বাৎসরিক বৈঠক ও মিলনমেলা ৮ ও ৯ ফেব্রুয়ারী ঢাকা, ৩০ ডিসেম্বর সাংবাদিকদের জাতীয় ঐক্যমত গড়ে তোলার অনুপ্রেরণা যোগিয়ে বিএমএসএফ আজ দেশে গ্রহন যোগ্য একটি সংগঠনে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ৪র্থ কাউন্সিল-২০২০ কে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ৮-১০ টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম পাইলট-এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএমএসএফ এর বাৎসরিক বৈঠক ও বনভোজন উদযাপন উপলক্ষ শীর্ষক আলোচনা করা হয়। এতে সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহনে জাকজমকপুর্ণ আয়োজনের মাধ্যমে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারী ঢাকাস্থ গাজীপুর রিসোর্টে এক মিলনমেলা ও সংগঠনের বাৎসরিক বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি তাদের পরিবারের সদস্য/সদস্যাদের অংশগ্রহনের সুযোগ রয়েছে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়। এসময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা অনলাইন বৈঠকে অংশ নেন। অনুষ্ঠিতব্য বৈঠকে বিএমএসএফ’র বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিস্তারিত জানতে সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান ০১৭১৫২৬৫৬২৬ কেন্দ্রীয় সদস্য শারমিন সুলতানা মিতু ০১৭১৩০০৩১৬২ এবং আকরাম হোসাইনের ০১৭১২০৪৯০৯৬ সাথে যোগাযোগ করতে পারেন।